হার্টবিট ডেস্ক
বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালের (বিআইএইচএস) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফরহাদ নেওয়াজ আর নেই।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৫টায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
এ বিষয়ে তাঁর স্ত্রী রওশন আরা রহমান জানান, তিনি সেপটিসেমিয়া রোগে আক্রান্ত হয়ে বুধবার (২০ জুলাই) বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতাল ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আগামীকাল শুক্রবার বাদ জুম্মা চট্টগ্রামের মিরসরাইয়ে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
তিনি সর্বশেষ ২০১৫ সাল থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন। ১৯৭০ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন তিনি।
Discussion about this post