হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে ২৮৮টি সৃজিত পদ সংরক্ষণ করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মেডিকেল হাসপাতালগুলো হলো- শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, নেত্রকোণা ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।
মঙ্গলবার (১৯ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (পার-৪ অধিশাখার) রোকেয়া বেগম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের সৃজিত পদ
আদেশে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে স্বাস্থ্য সেবা বিভাগের ২৬ জানুয়ারি ২০২০ সালের ৪৫.১৪৫.০১৫.০০.০০.০৩৬.২০১৩-৪৬ স্মারকের অনুবৃত্তিক্রমে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের হাসপাতালের জন্য অস্থায়ী রাজস্বখাতে সৃজিত ১৮৮টি পদের মেয়াদ ১ জুন ২০২০ হতে ৩১ মে ২০২১ সাল পর্যন্ত ভূতাপেক্ষ এবং ৩১ মে ২০২২ পর্যন্ত নিয়মিত সংরক্ষণে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
এতে বলা হয়েছে, ‘এ পদ সংরেক্ষণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৭ এপ্রিল ২০২২ সালের ০৫.০০.০০০০.১৫৯.১৫.০২৭.১৩-৮৭ নং স্মারক, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ১৬ জুন ২০২২ সালের ০৭.০০.০০০০.১৫৬.১৫.০৪৩.২২-৪৯২ নং স্মারকে অনুমোদন রয়েছে।’
নেত্রকোণা সদর হাসপাতালের সৃজিত পদ
আদেশে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে স্বাস্থ্য সেবা বিভাগের ৯ মে ২০২২ সালের ৪৫.১৪৫.০১৫.০০.০০.০৩২.২০১৩-৩৪৭ সংখ্যক স্মারকের অনুবৃত্তিক্রমে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত ৩ মে ২০০৩ সালের মপবি/কঃবিঃশাঃ/কপগ-১১/২০০১-১১১ সংখ্যক আদেশে প্রদত্ত ক্ষমতাবলে ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল, নেত্রকোণার জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজিত বিভিন্ন ক্যাটাগরির ২৩টি পদ ১ জুন ২০২২ হতে ৩১ মে ২০২৩ সাল নিয়মিত সংরক্ষণে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সৃজিত পদ
আদেশে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে স্বাস্থ্য সেবা বিভাগের ২০ অক্টোবর ২০১৯ সালের ৪৫.১৪৫.০১৫.০০.০০.০৩৯.২০১১-৫০৬ সংখ্যক স্মারকের অনুবৃত্তিক্রমে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত ৩ মে ২০০৩ সালের মপবি/কঃবিঃশাঃ/কপগ-১১/২০০১-১১১ সংখ্যক আদেশে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজিত বিভিন্ন ক্যাটাগরির ১৭টি পদ ১ জুন ২০২২ হতে ৩১ মে ২০২৩ সাল পর্যন্ত নিয়মিত সংরক্ষণে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
উল্লিখিত কর্মকর্তা/কর্মচারীদের ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড নম্বর হতে মিটানো হবে। বরাদ্দকৃত বাজেট হতে এ ব্যয় মিটানো হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো’, আদেশে বলা হয়েছে।
Discussion about this post