হার্টবিট ডেস্ক
দেশের চিকিৎসা সেবা ও চিকিৎসকদের মান উন্নত বিশ্বের দেশগুলোর তুলনায় কোনো অংশে কম নয় বলে দাবি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হার্ট ফেইলিওর ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করতে সবাইকে একত্রে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের বর্তমান জীবনযাত্রার ফলে যে কেউ হার্ট ফেইলিওরের শিকার হতে পারে। তাই এ ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে আমাদের কিছু জিনিস বর্জন বা নিয়ন্ত্রণ করা উচিৎ। যেমন : ধূমপান ত্যাগ করা, চিনি না খাওয়া, লবণ কম খাওয়া, দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করা, একঘেয়ে জীবন পরিত্যাগ করা।’
বিএসএমএমইউর বলেন, ‘এভারকেয়ার হাসপাতালে হার্ট ফেইলিওর ক্লিনিকের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। দেশের মাটিতে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতের প্রতিশ্রুতি রক্ষা করায় এভারকেয়ার হাসপাতালের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।’
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির মহাসচিব অধ্যাপক ও পরিচালক ডা. আব্দুল্লাহ আল শাফি মজুমদার, এভারকেয়ার হসপিটাল ঢাকা’র হার্ট ফেলিউর ও অ্যারিদমিয়া ক্লিনিকের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এম. আতাহার আলী প্রমুখ।
Discussion about this post