হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০২২ ইং শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটি প্রশিক্ষণ গ্রহণের জন্য ১৩ চিকিৎসককে নির্বাচন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর জুলাই ২০২২ ইং শিক্ষাবর্ষে এফসিপিএস (সাব-স্পেশালিস্ট) রিপ্রোডাকটিভ এন্ড্রোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটোমেটারনাল, গাইনোকোলজিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, কলোক্টোল সার্জারি এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগসমূহে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক নিম্নোক্ত প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নামের পার্শ্বে উল্লেখিত সাব-স্পেশালিটিতে নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে।’
বেসরকারি প্রার্থীগণ ১৬ থেকে ২১ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে ভর্তি হতে পারবেন।
Discussion about this post