হার্টবিট ডেস্ক
ঢাকা ডেন্টাল কলেজের ডা. মো. সাইফুল আলম মারা গেছেন। গত সোমবার (১১ জুলাই) দিবাগত রাতে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডা. মো. সাইফুল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টালের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অধ্যাপক হুমায়ুন বুলবুল বলেন, ডা. মো. সাইফুল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি) ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি প্রাইভেট প্র্যাকটিস করেছেন। তিনি ঢাকা ডেন্টাল কলেজের ডি-৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Discussion about this post