হার্টবিট ডেস্ক
দেশে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্কের ব্যবহার নিশ্চিত করতে কঠোর হতে নির্দেশ দিয়েছেন। এ জন্য ভ্রাম্যমাণ আদালত চালাতেও বলা হয়েছে।
আজ রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মাস্কের ব্যবহার নিশ্চিতে এই নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এ সময় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক ছাড়া কেউ বাইরে চলাফেরা করতে পারবেন না। এটি নিশ্চিত করতে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে।
তিনি বলেন, বর্তমানে আমাদের মধ্যে মাস্ক সম্পর্কে এক ধরনের অনীহা চলে এসেছে। সবাই ধারণা করছে, বর্তমানের করোনাভাইরাসে কোনও ক্ষতি হবে না। কিন্তু যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা করোনা আক্রান্ত হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
Discussion about this post