হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসা, শিক্ষা ও গবেষণার মান আরও বৃদ্ধি করার তাগিদ দিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানদের সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।
অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের সার্ভিসের মান আরও বাড়াতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে হবে। এর মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের সেবার মান আরও বৃদ্ধি হবে।’
দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবে পদ্মা সেতু উদ্বোধন করার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘পদ্মা সেতু চালুর ফলে সকল খাতের ব্যাপক উন্নয়ন হবে। জীবন যাত্রার মান বাড়বে। দেশের অর্থনৈতিক রূপ বদলে যাবে।’
এ সময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সকল ডিন ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ।
Discussion about this post