নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সমঝোতা স্মারকে সই হয়েছে।
সোমবার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে এ চুক্তি হয়।
শ্রীলঙ্কা এবং বাংলাদেশের নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে সহায়তা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শ্রীলঙ্কার প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী দায়াসিরি জায়াসেকারা।
এসময় দুই দেশের মধ্যে আরও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকগুলো হলো, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও লক্ষণ কাদিরগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা এবং ২০২১ থেকে ২০২৫ সাল মেয়াদে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক কর্মসূচি বিনিময় সমঝোতা স্মারক।
এছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যুব উন্নয়ন জোরদারে সহযোগিতা, বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ (বিএআরসি) ও শ্রীলঙ্কার কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ পলিসি (এসএলসিএআরপি) এর মধ্যে সমঝোতা স্মারক এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শ্রীলঙ্কার টার্সিয়ারি অ্যান্ড ভকেশনাল এডুকেশন কমিশন (টিভিইসি) এর মধ্যে কারিগরি দক্ষতা বিনিময়ে সমঝোতা স্মারক।
Discussion about this post