হার্টবিট ডেস্ক
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে একদিনে করোনা সন্দেহে (সাসপেক্ট) ৮ জন রোগী ভর্তি হয়েছে। তাদেরকে হাসপাতালের নতুন ভবনের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের নতুন ভবন এ কিছুদিন আগেও করোনা ইউনিটে মাত্র দুইজন পজিটিভ রোগী ভর্তি ছিল।
স্বাস্থ্য বিভাগ বলছে,দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন বাড়ছে।
বুধবার বিকালে হাসপাতালে উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢামেক হাসপাতালে বুধবার করোনা সন্দেহ (সাসপেক্ট) ও করোনাসহ মোট রোগীর সংখ্যা ২৫জন। এদের মধ্যে ১৬ জন হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ও ৯ জন বার্ন ইউনিটে (করোনা সার্জারি) ভর্তি আছে।
দেশে প্রথম দিকে করোনা রোগীর সংখ্যা বাড়ার কারণে ঢামেক হাসপাতালের ১০ তলা নতুন ভবনে করোনা ইউনিটের পাশাপাশি বার্ন ইউনিটে শিশু, গাইনি ও সার্জারি করোনা রোগীদের সেখানে আলাদা চিকিৎসা দেওয়া শুরু করে। যেটা বর্তমানে এখনও চলমান আছে। সেখানে ভর্তি আছেন ৯ জন করোনা রোগী।
বার্ন ইউনিটের ওয়ার্ড মাস্টার বাবুল জানান, সেখানে বর্তমানে সর্বমোট ৯ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। এদের মধ্যে দুইজন রোগী আইসিইউতে চিকিৎসা নিচ্ছে।
এদিকে নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ জানান, হাসপাতালের নতুন ভবনে ৯০২ ওয়ার্ডে করোনা ইউনিটে করোনা সাসপেক্ট ও করোনাসহ ১৬ জন রোগী ভর্তি আছে। এদের মধ্যে চারজন রোগী করোনায় আক্রান্ত।
তিনি আরও বলেন, অনেকদিন পরে একদিনে করোনা সাসপেক্ট ৮জন রোগী ভর্তি হয়েছে। কিছুদিন আগেও হাসপাতালে মাত্র ২ জন করোনা আক্রান্ত রোগী ছিল।
Discussion about this post