হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে ২২০০ শয্যায় উন্নীতকরণে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর ফলে এ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়বে আরও ৮৮৭টি।
মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। এর আগে ২৫ মে হাসপাতাল ২২০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা চালুকরণে অনুমোদন দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১৩১৩ শয্যা হতে ২২০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা চালুকরণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। তবে শর্ত থাকে যে, এ সংক্রান্ত সকল বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন অবশ্যই পালন করতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি জানিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় ছিলাম। অবশেষে সেটিও পাওয়া গেছে। চট্টগ্রামের মানুষের জন্য এটি অনেক বড় পাওয়া। শয্যা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন সে অনুপাতে হাসপাতালের বাজেট-বরাদ্দ, জনবল সবই বাড়বে। এতে চিকিৎসা সেবার পরিসরও বাড়বে।
সর্বশেষ ২০১২ সালের ৩০ আগস্ট চমেক হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ১০টি থেকে বেড়ে ১৩১৩টিতে উন্নীত হয়। তবে ১৩১৩ শয্যা হলেও বর্তমানে হাসপাতালে নিয়মিত রোগী ভর্তি থাকে ৩ হাজারের অধিক।
Discussion about this post