হার্টবিট ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের সময় কেমিক্যাল থাকা কনটেইনার বিস্ফোরণে দগ্ধ ৬-৭ জনকে আগামী শনিবার (১৮ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। এছাড়া সীতাকুণ্ডের ঘটনায় মঙ্গলবার (১৪ জুন) নতুন আরও এক রোগী বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
এ নিয়ে সেখানে ২০ জন রোগী ভর্তি আছে।
বুধবার (১৫ জুন) এসব তথ্য নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, সীতাকুণ্ডের ঘটনায় দগ্ধ ২০ জন রোগীর মধ্যে দুজন এখনও আইসিইউতে রয়েছেন। বাকি রোগীদের মধ্যে ৬-৭ জনের শারীরিক অবস্থা উন্নত হওয়ার তাদের আগামী শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। এছাড়াও দগ্ধ রোগীদের চোখের চিকিৎসা দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।
এর আগে শনিবার (১১ জুন) দিনগত রাত ৩টা ১৫ মিনিটে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ফায়ার কর্মী গাউসুল আজম মারা যান।
প্রসঙ্গত, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার কর্মীসহ প্রায় ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। তাদের অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Discussion about this post