হার্টবিট ডেস্ক
স্বাস্থ্য খাতে গবেষণায় অবদান রাখায় অনুদান পেয়েছেন দেশের ১০ নারী গবেষক। মঙ্গলবার (১৪ জুন) আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠানের (আইসিডিডিআর,বি) অডিটরিয়ামে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে এবং আইসিডিডিআর,বি-র বিজ্ঞানভিত্তিক উৎকর্ষের ৬০ বছর পূর্তি উপলক্ষে ৪ লাখ মার্কিন ডলারের সম্মিলিত পরিমাণের পুরস্কার প্রদান করা হয় বিজয়ীদে।
এই গবেষণা অনুদান প্রদানের এ ধরনের পদক্ষেপ এবারই প্রথম নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য হলো বাংলাদেশে নতুন প্রজন্মের নারী গবেষক ও বিজ্ঞানী গড়ে তোলা।
অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ দর্শক-শ্রোতাদেরকে স্বাগত জানান এবং এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে ড. আহমেদ বলেন, বিজ্ঞানে নারীদের অংশগ্রহণ একান্ত প্রয়োজন, কারণ নারী গবেষকরা বড় ধরনের উদ্ভাবন ও যুগান্তকারী গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। যোগ্য নারী গবেষকদের জনস্বাস্থ্যে তাদের গবেষণা ও উদ্ভাবন শুরু করতে এবং তাদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তা করার জন্য এই পুরস্কার প্রদান করতে পেরে আইসিডিডিআর,বি গর্বিত।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে নারীরা এখন কোনও খাতেই পিছিয়ে নেই। আইসিডিডিআর,বি যোগ্য নারী গবেষক ও বিজ্ঞানীদেরকে এই গবেষণা অনুদান প্রদান করেছে বলে আমি অত্যন্ত আনন্দিত।
পুরস্কার পেয়েছেন যারা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডা. কামরুন নেসা, চট্টগ্রামের চেস্ট ডিজিজেস হসপিটালের ডা. তানজিলা করিম, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের তাহমিনা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াসিফা তাসনিম শাম্মা, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নুরজাহান খাতুন,আইসিডিডিআর,বির ডা. নওশিন পাপড়ি,ডা. শাহরিয়া হাফিজ কাকন,ডা. কামরুন নাহার কলি, ডা. নুরুন নাহার নায়লা ও গুলশান আরা।
Discussion about this post