হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সেস এসোসিয়েশনের নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে কেন্দ্র করে সব প্রার্থীরা তাদের কাজের ফাঁকে ফাঁকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত ৮ জুন থেকে প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা, প্রচারণা শেষ হবে আগামী ১৭ জুন। ১৮ জুন সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বেলা ২টা পর্যন্ত।
বিএসএমএমইউ’র নার্সেস এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সুজন মিয়া মেডিভয়েসকে জানান, নির্বাচনে ৩৩টি পদের জন্য ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যারা নির্বাচিত হবেন তারা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১৩১৭ জন।
এর আগে গত বুধবার (৮ জুন) নার্সেস এসোসিয়েশন নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোস্তাফিজুর রহমান জুয়েল।
এসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন খালেদা আক্তার ও নওরিন আক্তার, সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন রাশিদা বেগম, রোকসানা পারভীন, মোছা. নুরুন নাহার খাতুন, শান্তি হালদার ও ঝর্না মন্ডল, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রমলা রানী বাড়ৈ, সুজন চন্দ্র দেবনাথ, লাকী নাসরীন ও মোছাম্মৎ সামছুন্নাহার, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাদিয়া সুমি, বিপুলা রায়, ডালিয়া আক্তার ভূইয়া, সেলিনা আক্তার ও রোজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শামীম আহমেদ, মো. আরিফ হোসেন ও শিরিনা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. বশির আহমেদ, ইসরাত জাহান, নাসিমা আক্তার ও বিজলী রানী সেন।
কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন আশরাফুন নাহার ও মোছা. নাজরীন খাতুন, আইন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাঈমা ছিদ্দিকা ও মমতাজ বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুব্রত কুমার সরকার ও মোছা. বিজলী খাতুন, দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জনি যোনাস টপপো ও মোসা. শিরিনা আক্তার।
যোগাযোগ ও আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোছা. রাজিয়া সুলতানা ও মমতাজ বেগম, স্বাস্থ্য সেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মাকসুদা আক্তার ও দেবলা জোদ্দার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শবনম নুরানী ও সুমনা পারভীন, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুজাতা বৈরাগী ও রোকসানা আক্তার, শিক্ষা, গবেষণা ও মানব সম্পাদক পদে প্রার্থী হয়েছেন লায়লাতুল ফেরদৌস ও মোছা. রহিমা খাতুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ফেরদৌসী আক্তার ও মিথিলা খাতুন, সহ-সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তানজিনা সরকার, শামীমা ইয়াছমিন সুমি হালদার, চায়না খাতুন ও তানিয়া খানম।
এ ছাড়াও কার্য-নির্বাহী সদস্য পদে প্রার্থী হিসেবে রয়েছেন মোসা. আখতারুন নেসা, মোসা. জুলিয়া আক্তার, সাবা খান, বিথী সরকার, আমেনা বেগম, মোছা. মুন্নি খাতুন, মিতু আলম, লিজা আক্তার, বনানী সিকদার, মোসা. হেলেনা বেগম, তাসলিমা খাতুন, আলেয়া আক্তার ও হোসনেআরা।
সাধারণ সম্পাদক প্রার্থী সিনিয়র স্টাফ নার্স সুজন চন্দ্র দেবনাথ মেডিভয়েসকে বলেন, দীর্ঘদিন পর নার্সেস এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের মাধ্যমে সংগঠনটি প্রাণ ফিরে পাবে, নতুন নেতৃত্ব তৈরি হবে। নির্বাচিত হলে নার্সদের বিভিন্ন দাবি আদায়ে কাজ করবেন বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত নার্সদের আবাসন সঙ্কট রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচিত প্রতিনিধি হলে আবাসন সমস্যা নিরসনে কাজ করবো। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে নার্সদের প্রশিক্ষণের জন্য যে কোনো কোর্সে বিশ্ববিদ্যালয়ে কর্মরত নার্সরা যেনো অগ্রাধিকার পায় তা নিশ্চিত করতে চেষ্টা করবো।’
নির্বাচনের সার্বিক পরিস্থিতে নিয়ে আলোচনা করতে আগামীকাল শনিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
Discussion about this post