হার্টবিট ডেস্ক
ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে ৭ হাজার ২৪০ জন। বুধবারের তুলনায় বৃদ্ধির হার ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে কোভিডে।
করোনাভাইরাসের সংক্রমণের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্র, কেরালা ও কর্ণাটকে। পশ্চিমবঙ্গের অবস্থায় এখনো তুলনামূলকভাবে ভালো। রাজ্যগুলোতে এরই মধ্যে জারি হয়েছে কোভিড সতর্কতা।
জ্বর হলেই কোভিড পরীক্ষার পরামর্শ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে ব্যাপক টিকা গ্রহণের ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। দিল্লি, মুম্বাইসহ একাধিক শহরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
ভারতের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে প্রবেশ করতে হলে মাস্ক পরতেই হবে। সরকারি তথ্য অনুযায়ী ভারতে ৪ কোটি ৩১ লাখেরও বেশি মানুষ কোভিডে আক্রান্ত। মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৭২৩। এখনো পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার ৩০১ জন কোভিড থেকে সুস্থ হয়েছেন।
Discussion about this post