হার্টবিট ডেস্ক
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বিওএস) সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মোনায়েম হোসেন বাদল, মহাসচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
আগামী ২৭ জুন নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার কৃতিসন্তান অধ্যাপক ডা. মোনায়েম হোসেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনবার্সন প্রতিষ্ঠানে (নিটোর) কর্মরত আছেন। এর আগে তিনি বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
অন্যদিকে সোসাইটির নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়া অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম নিটোরে কর্মরত আছেন।
সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব স্থাপন এবং অর্থোপেডিক বিষয়কে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে ১৯৭৯ সালের ২৪ আগস্ট প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি।
৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি হিসেবে অধ্যাপক ডা. মো. আব্দুল গণি মোল্লা এবং মহাসচিব হিসেবে ডা. মো. ওয়াহিদুর রহমান দায়িত্ব পালন করছেন।
Discussion about this post