হার্টবিট ডেস্ক
মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে যে তুর্কি নাগরিককে ভর্তি করা হয়েছিল তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, আমাদের কাছে আইইডিসিআর থেকে ফলাফল এসে পৌঁছেছে। তবে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের আরেকটি পরীক্ষা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট পেলেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত মঙ্গলবার (৭ জুন) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২ টায় তুর্কি এয়ারলাইনসে আসা একজন বিদেশি নাগরিক ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ হয়। পরে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে থেকে ওই দিন বিকাল ৩টার দিকে তাকে রাজধানীর সংক্রামকব্যাধি হাসপাতালে পাঠানো হয়। পাসপোর্ট অনুযায়ী ম্যাক্সিপক্সে আক্রান্ত সন্দেহভাজন ৩২ বছর বয়সী ওই তুর্কি নাগরিকের নাম আক্কোশ আলতে।
Discussion about this post