হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের সময় কেমিক্যাল থাকা কন্টেইনার বিস্ফোরণে আরও ছয় জন রোগী আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ভর্তি আছে। বার্ণ ইনস্টিটিউটের ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম সেখানে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
বুধবার (৮ জুন) সকালের দিকে চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে ডা. আইউব, ডা. হেদায়েত তিন সদস্যের একটা টিম সেখানে গিয়েছে।
সামন্ত লাল সেন জানান, চোখের সমস্যা থাকায় তারা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আছে। সেখানে চোখের সমস্যার পাশাপাশি দগ্ধ থাকায় দুই জনকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট এ নিয়ে আসা হচ্ছে।
Discussion about this post