হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মাস্টার অফ সাইন্স ইন নার্সিং (এমএসএন) প্রোগ্রাম জুলাই-২০২২ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
শনিবার (৪ জুন) বিকাল ৪টার দিকে পরীক্ষার ফলাফল বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর কাছে তাঁর কার্যালয়ে হস্তান্তর করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।
এবারে ভর্তি পরীক্ষায় ৯৬৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ৯২৫ জন অংশগ্রহণ করেন। এবারের ভর্তি পরীক্ষায় মোট ১১টি ডিস্পিলিনে আসন সংখ্যা হলো ৮১টি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এমএসসি নার্সিং এ প্রথমবারের মতো ৭টি ডিস্পিলিন চালু করেছে। আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডভান্সড নার্সিং এডুকেশন এন্ড রিসার্চ ইতোমধ্যে ৬টি ডিস্পিলিন চালু করেছে। চাইল্ড হেলথ নার্সিং এবং মেন্টাল হেলথ এন্ড সাইকিয়াট্রিক নার্সিং ডিস্পিলিন দু’টি উভয় প্রতিষ্ঠান চালু করেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলসহ আটটি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ মময় পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান প্রমুখ।
Discussion about this post