হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোবিলিয়ারী, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগে রোগী ভর্তি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে বহির্বিভাগে রোগী দেখা ও জরুরি চিকিৎসা সেবা চালু থাকবে।
আজ শুক্রবার (১৯ মার্চ) হেপাটোবিলিয়ারী, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান স্বাক্ষরিত এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, দেশজুড়ে আবারও করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া এবং হেপাটোবিলিয়ারী, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের কয়েকজন চিকিৎসক ও রোগী আক্রান্ত হওয়ায় উক্ত বিভাগের নিয়মিত মর্নিং সেশন, সরাসরি ক্লাস ও রোগী ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তবে বহির্বিভাগে রোগী দেখা, ডিউটি রোস্টার অনুযায়ী ওয়ার্ড রাউন্ড, স্বল্প পরিসরে অপারেশন কার্যক্রম ও জরুরি চিকিৎসা সেবা প্রচলিত নিয়মে চালু থাকবে বলে জানানো হয় ওই নোটিশে।
Discussion about this post