হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিকিৎসকদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন । তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নার্সদের ২য় শ্রেণীর মর্যাদা দিয়েছেন। স্বাধীনতার সময় দেশে মাত্র ৬টি মেডিকেল কলেজ ছিল, এখন বেড়ে হয়েছে ৩৮টি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে আজ বুধবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে স্বাধীনতার পর পরই তিনি পরিবার পরিকল্পনার বিষয়ে পদক্ষেপ নেন তিনি।
শেখ হাসিনা স্বাস্থখাতকে গুরুত্ব দেন জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিয়মিত স্বাস্থ মন্ত্রণালয়ের খোজ-খবর নেওয়ার পাশাপাশি করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে নানা পরামর্শ দেন। বাংলাদেশ এখন ওষুধে স্বয়ংসম্পূর্ণ। তাই বাইরে থেকে ওষুধের আশা না করে এখন বিদেশে ওষুধ রপ্তানি করছি আমরা।’
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, করোনায় বাংলাদেশ এখনও জিডিপি ধরে রেখেছে।
বাংলাদেশ যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাংলাদেশের স্বাধীনতার চিন্তা শুরু করেন বঙ্গবন্ধু।
এ সময় অমর্ত্য সেনের উদ্বৃতি দিয়ে তিনি বিলেন ‘অর্থনীতিতে নোবেলজয়ী ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিকের ভাষায়, বঙ্গবন্ধু শুধু বাংলার বন্ধু ছিলেন না, তাঁর ভূমিকা ছিল অনেক বড়। তিনি স্বাধীন বাংলাদেশের রূপকার। তাকে শুধু বাংলাদেশের জাতির জনক বলা হলেও পর্যাপ্ত সম্মান দেওয়া হবে না।’
বন্ধবন্ধুর ভাষণ এখন পৃথিবীর সম্পদ। ইউনেস্কো সেই স্বীকৃতি পেয়েছে। যেখানে মাত্র খ্রিস্টপূর্ব থেকে এখন পর্যন্ত ৪২টি ভাষণ রয়েছে। বঙ্গবন্ধুর ভাষণটি তার ৩৬/৩৭ নম্বরে রয়েছে।
তিনি সারাজীবন মানুষের অধিকারের কথা বলে গেছেন। তিনি তার ১৮ মিনিটের ভাষণে সকল নির্দেশনা দিয়ে গেছেন।
তিনি একজন নির্মোহ রাজনৈতিক নেতা ছিলেন। তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, একই সঙ্গে অসাম্প্রদায়িকও।
Discussion about this post