হার্টবিট ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৪০ লাখ ৮১ হাজার ৫৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৭ লাখ এক হাজার ৮০ জন। এ ছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৭১ লাখ ১৩ হাজার ৬১৭ জন মানুষ।
এদিকে বৃহস্পতিবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন আট হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৪০৯ জন এবং মহিলা চার হাজার ৬০ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৬৭ হাজার ৬৬৩ জন। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ১৯১ এবং মহিলা ৩৫ হাজার ৪৭২ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৩০ হাজার ৫৩১ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ১৪৮ এবং মহিলা ৬০ হাজার ৩৮৩ জন। এগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।
গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ২২ হাজার ১৬৬ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৯ লাখ ১০ হাজার ৫৯০ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত দুই লাখ ২০ হাজার ৮২৭ জন ভাসমান জনগোষ্ঠী দুই জোজের টিকার আওতায় এসেছেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।
Discussion about this post