অনলাইন ডেস্ক
ব্রাজিলে করোনায় মৃত্যু ও শনাক্ত যেন পাল্লা দিয়ে বাড়ছে।দেশটিতে করোনাভাইরাসের (কোভিড–১৯) করোনার নতুন ধরন (স্ট্রেইন) জেঁকে বসেছে। গত বুধবার এক দিনে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রাজিলে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওই অঞ্চলসহ আশপাশে ছড়িয়ে পড়তে পারে। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে ব্রাজিল মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। এই ধরনটির উৎপত্তি আমাজন সিটি মানাউসে বলে মনে করা হচ্ছে।
বুধবার দেশটিতে ২ হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ২ লাখ ৬৮ হাজার ৩৭০ জনের মৃত্যু হয়। বিশ্বে মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।
দেশটির জীববিজ্ঞানবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ফিউক্রুজের চিকিৎসক ও গবেষক মার্গারেথ ডালকলমো বার্তা সংস্থা এএফপিকে বলেন, দেশটি এখন মহামারির সবচেয়ে খারাপ সময় পার করছে। ২০২১ সাল খুব কঠিন হবে। ফিউক্রুজের তথ্যমতে, দেশটির ২৭টি রাজ্যের ২৫টিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ৮০ শতাংশের বেশি আসনে এখন রোগী।
গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসকে বিশ্বস্বাস্থ্য সংস্থার ‘মহামারি’ হিসেবে ঘোষণার বর্ষপূর্তি ছিল। বিশ্বজুড়ে ১১ কোটি ৮০ লাখ মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৬ লাখের বেশি মানুষের।
Discussion about this post