ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ কৃষি ব্যাংকে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২১ এপ্রিল ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. খোরশেদ আনোয়ারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কৃষি ব্যাংক এ দুই জন (প্রধান কার্যালয়ের জন্য একজন মহিলা ও বিকেবি স্টাফ কলেজ কমপ্লেক্সর জন্য একজন পুরুষ) সার্বক্ষণিক স্বাস্থ্য উপদেষ্টো (চুক্তিভিত্তিক) হিসেবে চিকিৎসক নিয়োগের নিমিত্ত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।’
পদের নাম: সার্বক্ষণিক স্বাস্থ্য উপদেষ্টা
পদসংখ্যা: দুই
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস ডিগ্রিসহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক, তিন বছর।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর
দায়িত্ব পালনের সময়: সরকারি ও সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতি কার্যদিবসে অফিস করতে হবে।
বেতন ভাতাদি: সাকুল্যে ৬০,০০০ টাকা (অলোচনা সাপেক্ষে)
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপমহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ৩১ মে, ২০২২।
Discussion about this post