হার্টবিট ডেস্ক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১৫০টি হুইলচেয়ার এবং ২০টি ইলেকট্রনিক বিছানা উপহার দিয়েছে অস্ট্রেলিয়ার সরকারি একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৯ এপ্রিল) এসব সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, ‘কিডস অন হুইল এলাইন্স আইএসসি’ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হুইলচেয়ার চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করে।
দাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি শাওকেত মোসেলমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের উপহার পাঠানো হয়েছে। তার আলোকে বাংলাদেশে প্রথমবারের মতো ১৫০টি হুইলচেয়ার ও ২০টি ইলেকট্রনিক বিছানা দেওয়া হয়। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক ডা. প্রবির কুমার সরকার, অধ্যাপক ডা. নওশাদ উদ্দিন আহমেদ, ডা. রিজওয়ানুল আহসানসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
Discussion about this post