হার্টবিট ডেস্ক
মেডিসিনের বাইবেলখ্যাত পাঠ্যপুস্তক ডেভিডসনস’ প্রিন্সিপ্যাল অ্যান্ড প্রাকটিস অব মেডিসিনের ২৪তম আন্তর্জাতিক সংস্করণের উপদেষ্টা বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এবিএম আব্দুল্লাহ বলেন, আজ (সোমবার) সকালে ডেভিডসনস কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে, তাদের ২৪তম আন্তর্জাতিক সংস্করণের উপদেষ্টা বোর্ডের সদস্য মনোনীত করা হয়েছে। এটি আমার জন্য বড় একটি সুখবর। এজন্য আমি আল্লাহ তায়ালার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বিশ্বের বিভিন্ন দেশে পাঠ্যসূচিভুক্ত মেডিসিনের এ বইটি প্রতি চার বছর পর পর নতুন আন্তর্জাতিক সংস্করণ প্রকাশিত হয়। শিগগিরই বইটির ২৪তম সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে। এতে উপদেষ্টা বোর্ডের সদস্য মনোনীত হলেন দেশের প্রখ্যাত এ মেডিসিন বিশেষজ্ঞ।
এ উপদেষ্টা বোর্ডে আগে থেকেই দুজন বাংলাদেশি মেডিসিন বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন। তারা হলেন; অধ্যাপক ডা. কাজী টি ইসলাম ও অধ্যাপক ডা. এম আবুল ফয়েজ।
Discussion about this post