হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে তিনি টিকা নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ বুধবার) বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন।’টিকা দেওয়ার সময় রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসকবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। তাঁর স্ত্রী রাশিদা খানমও একই সময়ে বঙ্গভবনে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন।
রাষ্ট্রপতি দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও করোনা টিকা নিয়েছেন বলেও জানান প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন নেন। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে।
Discussion about this post