হার্টবিট ডেস্ক
৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিভিন্ন ক্যাডারের মোট ২ হাজার ২১৯ শূন্য পদের বিপরীতে ১ হাজার ৯৬৩টি পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এতে ১১২ চিকিৎসককে সুপারিশ করেছে বিপিএসসি।
আজ বুধবার (৩০ মার্চ) দুপুরে বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর বিভিন্ন ক্যাডারেরর মোট ২২১০ টি শূন্য পদের বিপরীতে ১৯৬৩ টি পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী যোগ্য প্রার্থীদেরকে মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হলো।’
এর আগে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। চূড়ান্ত ফলাফলে ১ হাজার ৯৬৩টি পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।
Discussion about this post