হার্টবিট ডেস্ক
২০২০-২১ অর্থবছরের ‘কোয়ারেন্টিন এক্সপেন্স’ খাত থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালকে ১৪ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ৩ মার্চ স্বাস্থ্য সেবা (বাজেট অধিশাখা) বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়।
অর্থ সচিবের কাছে পাঠানো ওই প্রস্তাব সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরের সচিবালয় অংশে কোয়ারেন্টাইন খাতে বরাদ্দকৃত ১০০ কোটি টাকার অব্যয়িত অর্থ থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দান আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালকে ১৪ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দের সম্মতি প্রদানের জন্য অনুরোধ করা হলো।
চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও পাঠানো হয়েছে।
Discussion about this post