হার্টবিট ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে দ্বিতীয় দিন চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ নিয়েছেন ৮৮৯ জন রোগী।
রোববার (২০ মার্চ) সকাল ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো এ স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হয়। বিকাল ৩টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলে।
স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ সার্বক্ষণিক চিকিৎসাসেবা কার্যক্রম তদারকি করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পর্কে স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, প্রথম দিনের চেয়ে অনেক বেশি রোগীর আগমন ঘটেছে। শনিবার শবেবরাতের কারলে রোগীর ভিড় কম ছিল। রোগীর চাপ সামলানোর জন্য বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত বুথের চেয়ে আরও বুথ বাড়ানো হয়েছে। গতকালের মতো আজও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের চিকিৎসকদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দিচ্ছেন।
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. জাকির হোসেন বলেন, স্বাচিপের সপ্তাহব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে রোগীদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণের বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। ফলে সুবিধাবঞ্চিত রোগীরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, কার্ডিওলজি, মা ও প্রসূতি, চক্ষু, নাক-কান ও গলা, সার্জারি, চর্মরোগ, শিশুরোগ বিভাগ, অর্থোপেডিক্স, নিউরো সার্জারি বিভাগে দেশবরেণ্য চিকিৎসকরা সেবা দিয়ে আসছেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এদিন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪৯৩জন রোগীকে চিকিৎসা পরামর্শ ও তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ দেন। এ স্বাস্থ্যসেবা কর্মসূচি আগামী ২৫ মার্চ শেষ হবে।
Discussion about this post