হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগে লিভার সিরোসিসে আক্রান্ত এক রোগীর অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে আনুষ্ঠানিকভাবে লিভার সিরোসিসের রোগীদের চিকিৎসায় স্টেম সেল থেরাপির সূচনা হয়েছে।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল) ডিভিশনটির কার্যক্রম ও লিভার সিরোসিসের চিকিৎসায় স্টেম সেল থেরাপির ব্যবহার এবং এ সম্বন্ধে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক জাহিদ হোসেন। এতে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আইয়ূব আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুর রহিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আসাদুল ইসলামসহ হেপাটোলজি বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গত বছরের জুলাই মাসে ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা প্রধান নিযুক্ত হন অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
Discussion about this post