হার্টবিট ডেস্ক
আজ রোববার (১৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ২১ তম আন্তর্জাতিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যসেবা বৃদ্ধি পেলে চিকিৎসকদের পদের সংখ্যাও বাড়বে।
তিনি বলেন, ‘সেবা বৃদ্ধি পেলে চিকিৎসকদের পদ বাড়বে, পদোন্নতি হবে এবং কাজের সুযোগ হবে। হাসপাতাল ও মেডিকেল কলেজ বৃদ্ধি পেলে পড়াশোনার সুযোগ হবে, সিট বৃদ্ধি পেলে নতুন নতুন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।’
জাহিদ মালেক বলেন, ‘আমরা গত পাঁচ বছরে মেডিকেল কলেজ এক হাজার দুইশত সিট বৃদ্ধি করেছি। যা এর আগে হয়নি। সিট বাড়ালে বেশি চিকিৎসক পড়ার সুযোগ পাবে। কাজ করার বেশি সুযোগ পাবে। হাসপাতাল তৈরি হলে সেখানে চিকিৎসকদের কর্মস্থনের ব্যবস্থা হবে। চিকিৎসা দেওয়ার সুযোগ হবে। কাজেই এই কাজগুলো আমরা করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা চিকিৎসকদের কাছে আশা করবো, আগামী দিতে গবেষণার দিকে বেশি জোর দিবেন। এখনও গবেষণায় অনেক ঘাটতি রয়েছে। আমাদেরকে চিকিৎসাখাতের যে নতুন নতুন দিক রয়েছে, সেদিকে পা বাড়াতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
Discussion about this post