হার্টবিট ডেস্ক
রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে এসেছে। তবে সংক্রমণ কমলেও সারাদেশে এখনও ৯৭ হাজারেরও বেশি মানুষ কোয়ারেন্টাইন ও আইসোলেশনে ভর্তি আছেন।
মাসখানেক আগেও করোনাভাইরামের নমুনা পরীক্ষায় প্রতি ১০০ জনের মধ্যে ২৫ থেকে ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হতো। সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রতি ১০০ জনে শনাক্ত রোগীর হার ১ দশমিক ৮৬ শতাংশে নেমে এসেছে।
শনিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ কমে গেলেও রাজধানীসহ সারাদেশে এখনও ৯৭ হাজারেরও বেশি মানুষ কোয়ারেন্টাইন ও আইসোলেশনে। শুক্রবার (১১ মার্চ) পর্যন্ত মোট ৯৭ হাজার ৫৯ জনের মধ্যে কোয়ারেন্টাইনে ৫৯ হাজার ৬৭৭ ও আইসোলেশনে ৩৭ হাজার ৩৮২।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৪৪ জন কোয়ারেন্টাইনে ও ৮৬ জন আইসোলেশনে ভর্তি হয়েছেন। একই সময়ে কোয়ারেন্টাইন থেকে ৮২৫ জন ও আইসোলেশন থেকে ৪৮৩ জন ছাড়া পান।
করোনাকালের শুরু থেকে ১১ মার্চ পর্যন্ত মোট ১৪ লাখ ৩১ হাজার ৫৫৬ জন কোয়ারেন্টাইনে ভর্তি হন ও ১৩ লাখ ৭১ হাজার ৮৭৯ জন্য ছাড়া পান। এছাড়া ৪ লাখ ৪২ হাজার ৭৫৭ জন আইসোলেশনে ভর্তি হন। এর মধ্যে ৪ লাখ ৫ হাজার ৩৭৫ জন ছাড়া পান।
Discussion about this post