হার্টবিট ডেস্ক
অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান।এর আগে তিনি ওজিএসবির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চিকিৎসাসেবায় সফল নারী গাইনি অধ্যাপক ফারহানা দেওয়ান দেশে চিকিৎসা শিক্ষা ও সেবায় অন্যতম সফল নারীদের একজন ।অবস্টেট্রিক বিষয়ের দক্ষ শিক্ষক ও সুচিকিৎসক হিসেবে সারাদেশে যে কয়েকজন স্বীয়গুণে নাম, যশ ও খ্যাতি অর্জন করেছেন সেই তালিকায় তার অবস্থান শীর্ষে।
প্রায় তিন যুগের অভিজ্ঞতা সম্পন্ন এই চিকিৎসক প্রসূতি ও ধাত্রী সম্পর্কিত বিভিন্ন ধরনের জটিল সমস্যা যেমন ফিস্টুলা, টিউমার, জরায়ু ও স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের দক্ষ হাতে সফল অস্ত্রোপচার করেন। সন্তান সম্ভবা মায়েরা নিরাপদ ডেলিভারির জন্য তার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস রাখেন। মেডিকেল কলেজের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনেন।
ফারহানা দেওয়ান বিজ্ঞান বিভাগ থেকে ৮টি বিষয়ে লেটার মার্কসসহ এসএসসি পাস করেন। ১৯৭৫ সালে রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন।
এর পর ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) এমবিবিএস কোর্সে ভর্তি হন। সেখান থেকে ১৯৮২ সালে চিকিৎসক হিসেবে বিএমডিসির সনদ গ্রহণ করেন। তিনি ছিলেন ঢামেকের ৩৪তম ব্যাচের শিক্ষার্থী।পরবর্তীতে অষ্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বের সঙ্গে গাইনিতে এফসিপিএস সম্পন্ন করেন এ ইনফার্টিলিটি বিশেষজ্ঞ।
কর্মজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মিটফোর্ড কলেজ, সাবেক আইপিজিএমআর, হলি ফ্যামিলি, সিলেট ও রংপুর মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন।
প্রতিক্রিয়া জানতে চাইলে ডা. ফারহানা দেওয়ান বলেন, দেশের নারীস্বাস্থ্যের উন্নয়নে ওজিএসবি একটি বড় ভূমিকা পালন করছে। এই দায়িত্বে আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে ।
Discussion about this post