হার্টবিট ডেস্ক
আজ বিশ্ব কিডনি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য, ‘সবার জন্য সুস্থ কিডনি’ – কে উপজীব্য করে নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রশাসনিক গেটের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. নুরুল হুদা।
আলোচনায় বক্তারা বলেন, কিডনি রোগের প্রধান কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। তবে সতর্ক থাকলে একে প্রতিরোধ করা যায়। তাই কিডনি রোগের ঝুঁকি এবং এই রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা জরুরি। একই সঙ্গে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও দক্ষতা বাড়ানো প্রয়োজন।
বর্তমানে বিশ্বজুড়ে কিডনি রোগীর সংখ্যা প্রায় ৮৫ কোটি। আর বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। দিনে দিনে এ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। দেশে প্রতি বছর প্রায় ৪০ হাজার নতুন রোগী যোগ হয়, তাদের ৮০ শতাংশই কিডনি ডায়ালাইসিস বা সংযোজনের চিকিৎসার অভাবে মারা যান। দেশে কিডনি চিকিৎসার ব্যবস্থা আছে, তবে ব্যয়বহুল। তাই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে এবং সতর্ক থাকলে কিডনির জটিলতা এড়ানো সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইসমাইল খান। অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. হাফিজুল ইসলাম, নেফ্রোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক দ্বীপ্তি চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মনোয়ার উল হকসহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post