হার্টবিট ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) থেকে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চালু করেছে ইনসাফ বারাকাহ হাসপাতাল। এ ক্যাস্পেইন চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। ক্যাম্পেইনে এক হাজার টাকার প্যাকেজে স্বাস্থ্য পরীক্ষাসহ সাশ্রয়ী মূল্যে ১১টি সেবা দেবে প্রতিষ্ঠানটি।
বুধবার (৯ মার্চ) রাজধানীর মগবাজারে হাসপাতালের দ্বিতীয় তলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কর্মসূচি ঘোষণা করেন ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ফিরোজ খান। তিনি বলেন, কিডনিবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী কিডনি রোগীর সংখ্যা প্রায় ৮৫ কোটি। বাংলাদেশে প্রায় দুই কোটির বেশি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। দিন দিন এ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে।
তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি মানুষ কিডনি বিকল হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকালে মারা যেতে পারে। মরণঘাতী হিসেবে কিডনি রোগের অবস্থান দুই যুগ আগেও ছিল ২৭তম। বর্তমানে এর অবস্থান সপ্তম এবং ২০৪০ সালে এটি পঞ্চম অবস্থানে পৌঁছাবে। এমতাবস্থায় আমাদেরকে যথেষ্ট সচেতনতার সঙ্গে সঠিক পদক্ষেপ নিতে হবে।
সভাপতির বক্তব্যে ডা. এম ফখরুল ইসলাম বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। এ দিন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে আমরা আয়োজন করতে যাচ্ছি বিভিন্ন চিকিৎসা সেবামূলক কার্যক্রম।
মাসব্যাপী এ কর্মসূচিতে চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের পরামর্শ দিবেন। ক্যাম্পেইনে কিডনি সম্পর্কিত ইউরিন আরই এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা ফ্রি করা হবে। এছাড়া মাত্র এক হাজার টাকার প্যাকেজে (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, ইউরিন আরই এবং সিরাম ক্রিয়েটিনিন) হেলথ চেকআপ করা হবে।
নিবন্ধন করা রোগীদের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় হাসপাতাল নির্ধারিত ফি থেকে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। ছাড়ের প্যাকেজে কিডনির পাথর অপসারণের অস্ত্রোপচার করা হবে। এসময় পাঁচজন হতদরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত ফ্রি কিডনি ডায়ালাইসিস করা হবে।
এছাড়া ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শিশু বিশেষজ্ঞের দ্বারা বিনামূল্যে শিশুদের চিকিৎসা দেওয়া হবে এবং পাঁচজন হতদরিদ্র শিশুর প্রস্রাবের রাস্তার জন্মগত ত্রুটির ফ্রি অপারেশন করা হবে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে পাঁচজন হতদরিদ্র রোগীর প্রোস্টেট অপারেশন ফ্রি করা হবে। তাছাড়া ডেন্টাল চেক-আপ ফ্রি করা হবে, এরপর দাঁতের কোনো চিকিৎসার প্রয়োজন হলে ৫০ শতাংশ ছাড়ে চিকিৎসাসেবা দেওয়া হবে।
Discussion about this post