হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফরেনসিক মেডিসিন বিভাগ চালু হয়েছে। ফলে এখন থেকে বিএসএমএমইউতে সব ধরনের ময়নাতদন্ত করা যাবে।
মঙ্গলবার (৮ মার্চ) বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ পুরোনো বেতার ভবনে বিভাগটির উদ্বোধন করেন।
মঙ্গলবার বেতার ভবনের দ্বিতীয় তলায় ফরেনসিক মেডিসিন বিভাগের প্রথম ব্যাচের আবাসিক শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, বিএসএমএমইউতে ফরেনসিক মেডিসিন বিভাগ চালু হওয়ায় আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়ন হলো। এখানে এখন থেকে ময়নাতদন্ত করা হবে। ফরেনসিক মেডিসিন বিষয়ে উচ্চতর শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এই বিভাগটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, ফরেনসিক মেডিসিন বিষয়ের বিশেষজ্ঞ তৈরি ও দেশব্যাপী এই বিষয়ে চিকিৎসা শিক্ষার প্রসারে যা যা করণীয় সেক্ষেত্রে আমরা সব ধরনের সহায়তা করবো।
অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. শাহ আলম, ইউজিসির সম্মানিত অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ডা. এম মুজাহেরুল হক, অধ্যাপক ডা. শামসুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ।
Discussion about this post