হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি কোর্স মার্চ ২০২২ সেশনের শিক্ষার্থীদের আবেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ মার্চ) সকালে এ ব্লক অডিটোরিয়ামে ২৭ জন বিদেশি শিক্ষার্থীসহ সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদ, মেডিসিন অনুষদ, ডেন্টাল অনুষদ এবং শিশু অনুষদের ১১৭৫ জন শিক্ষার্থী উপস্থিতিতে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ও নবাগত রেসিডেন্টদের শপথ বাক্য পাঠ করান ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. এএইচএম তোহিদুল আলম, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার ও ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।
নবাগত রেসিডেন্টদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘নিজের ইচ্ছা শক্তিকে অবশ্যই কাজে লাগাতে হবে। সফল হওয়ার জন্য শুরুতেই সঠিক পরিকল্পনা থাকাটা জরুরি। জীবনে সততা, নৈতিকতাকে ধারণ করে ডিসিপ্লিন মেনে চলতে হবে, তবেই সফলতা আসবে বলে আমি মনে করি।’
Discussion about this post