হার্টবিট ডেস্ক
দেশে বেশির ভাগ সময় আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা না দেওয়ায় চিকিৎসকদের দুর্নাম বলে মনে করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।
তিনি বলেন, সেবার পাশাপাশি রোগীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। চিকিৎসক পেশা অন্যদের চেয়ে আলাদা। চিকিৎসকদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নাই।
আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. ইকবাল আর্সলান বলেন, নতুন চিকিৎসক নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাত আরও প্রাণবন্ত হবে। পাশাপাশি স্বাস্থ্য সেবায় নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি
তিনি আরও বলেন, অনেক সময় চাকরিবিধি ভালোভাবে না জানার কারণেও নবীন চিকিৎসকদের বঞ্চিত হতে হয়। তাই ভালোভাবে চাকরিবিধি জেনে নেওয়ার আহ্বান রইল।
এ সময় সব ধরনের প্রতিকূলতা মোকাবিলা করে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে ৪২তম বিসিএসের চিকিৎসকদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশীদ আলম অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।
Discussion about this post