হার্টবিট ডেস্ক
থ্যালাসেমিয়া নামক রক্তরোগের অভিষাপ থেকে বাঁচাতে মেডিকেল শিক্ষার্থী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির নিকটআত্মীয়দের বিনামূল্যে ‘হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস’ টেস্ট করাচ্ছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট। ‘ডা. তরুন তপন বড়ুয়া থ্যালাসেমিয়া স্ক্রিনিং প্রজেক্ট’র আওতায় বিনামূল্যে এই টেস্ট করানো হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ বিভাগের সহযোগিতায় গত সোমবার (২১ ফেব্রুয়ারি) ‘ডা. তরুন তপন বড়ুয়া থ্যালাসেমিয়া স্ক্রিনিং প্রজেক্ট’র প্রথম কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ বিভাগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের রক্তরোগ বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রাব্বানী। এছাড়া উপস্থিত ছিলেন রক্তরোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আশেকুল ওয়াহ্হাব চৌধুরী, মেডিকেল অফিসার ডা. তুলি দত্ত, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের প্রয়াত উপদেষ্টা ডা. তরুন তপন বড়ুয়ার ছেলে অনুরাগ বড়ুয়া শ্রাবণ ও উপদেষ্টা তাসনোভা হাসান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রাব্বানী এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিয়ের আগে অবশ্যই ইলেকট্রোফোরেসিস টেস্ট করানো ও থ্যালাসেমিকদের জন্য নিরাপদ রক্ত সরবরাহের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন।
উল্লেখ্য, থ্যালাসেমিয়া একটি বহুল পরিচিত জিনঘটিত রক্ত স্বল্পতাজনিত মারাত্মক রোগ যা পিতা মাতার কাছ থেকে সন্তানের মধ্যে আসে। বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানসহ স্বল্প উন্নত দেশ সমূহে থ্যালাসেমিয়ার প্রকোপ বেশি। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রতি ১৪ জনে একজন থ্যালাসেমিয়ার বাহক রয়েছে এবং বাংলাদেশে ৭০ হাজারেরও বেশি শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।
তবে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সংখ্যাকে কমিয়ে আনা যায় অনেকাংশেই। বিয়ের আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট করার মাধ্যমে থ্যালাসেমিয়া বাহক শনাক্তের মধ্য দিয়ে অনাগত শিশুদের থ্যালাসেমিয়া নামক অভিশাপ থেকে বাঁচানো সম্ভব।
Discussion about this post