হার্টবিট ডেস্ক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এ শুরু হলো নবম রিজিওনাল পাবলিক হেলথ কনফারেন্স।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়ােজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক ডা. মাে. আনােয়ার হােসেন।
বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক ডা. মাে. আনােয়ার হােসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সূচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাে. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মাে. খুরশিদ আলম, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ফরিদুল আলম, পাবলিক হেলথ এসােসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক শাহ মনির হােসেন ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ সচিব ডা. এ এই পারভেজ রহিম।
দুই দিনের এই কনফারেন্সে মোট ছয়টি সায়েন্টিফিক পেপার সেশন, পাঁচটি সিস্পোজিয়াম ও আটটি প্লেনারি সেশন থাকছে। এতে দেশ-বিদেশের তিন শতাধিক জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক ও গবেষক অংশগ্রহণ করেছেন।
আগামীকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কনফারেন্স শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মাে. শরফুদ্দিন আহমেদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।
Discussion about this post