হার্টবিট ডেস্ক
দুই বছর মেয়াদি এমএসসি ইন অ্যাপ্লাইড এডিডেমিওলজি (সেশন ২০২২-২০২৩) ও ফিল্ড এপিডেমিওলজি ট্রেইনিং প্রোগ্রাম বাংলাদেশের (এফইটিপিবি) অ্যাডভান্সড কোর্সে প্রশিক্ষণ নিতে আগ্রহী চিকিৎসকদেরকে আবেদনের আহ্বান জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি আটলান্টা) সহযোগিতায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃক পরিচালিত দুই বছর মেয়াদি এমএসসি ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি (সেশন ২০২২ ও ২০২৩) ও ফিল্ড এডিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম (এফইটিপি,বি) অ্যাডভান্সডের নবম ব্যাচে অংশগ্রহণে আগ্রহী সকল সরকারি চিকিৎসক ও প্রাণী চিকিৎসকদের নিকট থেকে আগামী ১০ মার্চ ২০২২ তারিখের মধ্যে নিম্নলিখিত অনলাইন লিংকে সরাসরি আবেদন আহ্বান করা যাচ্ছে।’
Discussion about this post