হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর মার্চ ২০২১ শিক্ষাবর্ষের এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-এ তে ভর্তি হওয়া রেসিডেন্টদের ওরিয়েন্টেশন আগামী এক মার্চ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ইস্যু করা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএসএমএমইউ, অধিভূক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটগুলোতে মার্চ ২০২১ শিক্ষাবর্ষে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-এ ভর্তি হওয়া রেসিডেন্টদের সূচনা অনুষ্ঠান আগামী এক মার্চ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকস্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে মার্চ ২০২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বা নির্বাচিত ১৭৪ জন রেসিডেন্ট এক তারিখ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের এ ও বি-ব্লকের মধ্যবর্তী স্থানে নির্মাণাধীন রেজিস্ট্রেশন প্যান্ডেলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
এছাড়াও রেসিডেন্টরা অনলাইন জুম অ্যাপের মাধ্যমেও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সংযুক্ত হতে পারবেন। জুম আইডি পরবর্তীতে এসএমএসের মাধ্যমে তাঁদের জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, কোর্স ডাইরেক্টর, সকল বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, অধিভূক্ত প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ বা পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
Discussion about this post