হার্টবিট ডেস্ক
লায়ন্স চক্ষু হাসপাতাল আধুনিকায়ন পরবর্তী হাসপাতালের বহির্ঃর্বিভাগ ও অন্তঃবিভাগে প্রদত্ত চিকিৎসা ও অপারেশন সেবার কার্যক্রম গতকাল সোমবার বর্তমান ও প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ এবং লায়ন নেতৃবৃন্দ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর নাসিরউদ্দিন চৌধুরী, জেলা গভর্নর লায়ন আল-সাদাত দোভাষ, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম. এ. মালেক, লায়ন নজমুল হক চৌধুরী, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন কবিরউদ্দিন ভূঁইয়া, লায়ন এস. এম. সামশুদ্দিন, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন সুকান্ত ভট্টাচার্য , ফাউন্ডেশনের প্রতিনিধিদের মধ্যে ভাইস- চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, লায়ন ডা. দেবাশীষ দত্ত, লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, ডা. আলতাফ উদ্দিন খানসহ হাসপাতালের কন্সালটেন্ট, জুনিয়র কন্সালটেন্ট ও মেডিকেল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ হাসপাতালে যুগান্তকারী পরিবর্তনের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত লায়ন্স চক্ষু হাসপাতালকে একটি বিশ্বমানের ও বিশেষায়িত আধুনিক হাসপাতালে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।
হাসপাতালকে আধুনিকায়নের মাধ্যমে ইনস্টিটিউট পর্যায়ে উন্নীতকরণে গৃহীত পদক্ষেপসমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে এতঞ্চলের শহর, গ্রাম-গঞ্জ, দুর্গম পার্বত্য এবং উপকূলীয় এলাকা হতে হাসপাতালে আগত সুবিধাবঞ্চিত, অসচ্ছল চক্ষুরোগীরা বিশ্বমানের চিকিৎসা ও অপারেশন সেবা পেতে সক্ষম হবেন। এ ছাড়াও, বিশ্বমানের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আরো একটি নতুন অপারেশন থিয়েটারের জন্য লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর নিকট ১৫ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন।
Discussion about this post