ডা_মাহমুদ_উল্লাহ_ফারুকী, এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ), বিসিএস(স্বাস্থ্য), এমএস(ইএনটি), বিএসএমএমইউ
নাক-কান-গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
আমরা যারা নাক-কান-গলা বিশেষজ্ঞ, সচরাচর একটা সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন, যারা বলেন “নাকের মাংস বেড়েছে”। অনেকে এটা নিয়ে অযথা আতঙ্কিত হয়ে যান। প্রথম কথা হল এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। দ্বিতীয় কথা, এটা বুঝিয়ে বলছি..তবে_কথা_আছে, আর সেটা হল, কেউ যদি নাকের মধ্যে এরকম মাংসজাতীয় কিছু দেখে আর এটা স্পর্শ করলে রক্ত আসে বা এমনিতেই নাক দিয়ে রক্ত পড়ে, নাক বন্ধ থাকে যা কোন অবস্থাতেই খোলেনা , আর এটার আকার দিন দিন বড় হতে থাকে, চোখ মুখে ব্যাথা থাকে তাহলে অতিদ্রুত একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের স্মরনাপন্ন হতে হবে, হতে পারে এটা মারাত্মক কিছু, যদিও নাক ও সাইনাসের ক্যান্সার কদাচিৎ হয়ে থাকে (হেড-নেক ক্যান্সারের মাত্র শতকরা ২ থেকে ৩ ভাগ)।
আসলে_বিষয়টা_কি?
আমাদের নাকের মধ্যে তিনটা শেল্ফের মত স্ট্রাকচার আছে যেগুলিকে টারবিনেট বলে। খালি চোখে যখন নাকের ভেতরের অংশ পরীক্ষা করা হয় তখন কেবল নিচের টারবিনেটের সামনের অংশ দেখা যায়, বাকীগুলি দেখা যায়না নাকের এন্ডোস্কোপি ছাড়া। বিভিন্ন কারনে এই টারবিনেটগুলি বড় হয়ে যায় বিশেষ করে মধ্যের এবং নিচের টারবিনেট । এটা হতে পারে এলার্জি থেকে বা সাইনাসের প্রদাহ থেকে অথবা বেশি ধুলাবালি থেকে। অধিকাংশ মানুষেরই টারবিনেট হাইপারট্রফি থাকে কিন্তু খুব কমই আছে যাদের একারনে কোন অসুবিধা হয়। যেহেতু নিচের টারবিনেট বড় হলে সহজেই চোখে পড়ে এটা নিয়ে অনেকে আতঙ্কিত হয়ে যান যে নাকের মধ্যে আবার কী না কী হল!!! আর তার সাথে যদি কোন অবিবেচক ডাক্তার সাহেব বলে ফেললেন যে এটারতো অপারেশন লাগবে(বিনা কারনেই) তাহলে তো আর কথাই নেই!!!
এটাই কি পলিপ ?
না, এটি পলিপ নয়, যদিও অনেকে এটিকে পলিপ বলেন। যাদের দীর্ঘদিন নাক ও সাইনাসের প্রদাহ থাকে তাদের ক্ষেত্রে পলিপ হতে পারে যা সাধারনত একটু ধুসর/ফ্যাকাশে রংয়ের হয় এবং আরেকটু নরম হয়ে থাকে, যেখানে নাকের মাংস একটু লালচে বর্নের এবং আরেকটু শক্ত প্রকৃতির হয়। সোজা কথায় নাকের পলিপ সম্পুর্ণ আলাদা একটি রোগ।
কখন_চিকিৎসার_প্রয়োজন?
অধিকাংশ ক্ষেত্রেই এটার জন্য কোন চিকিৎসা লাগেনা। যাদের এটার কারনে নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয় তাদের স্টেরয়েড স্প্রে, নাকের ডিকনজেস্টেন্ট ড্রপ দেয়া হয়। এতেই দেখা যায় অধিকাংশেরই সমস্যা সমাধান হয়ে যায়। যাদের দীর্ঘদিন ঔষধ নেওয়ার পরও সমস্যা থেকে যায় তাদের ক্ষেত্রে অপারেশনের বিষয় বিবেচনায় আসতে পারে।
চেম্বার:পার্কভিউ হাসপাতাল, পাঁচলাইশ,চট্টগ্রাম। সময়: রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে ৬ টা। রুম নং: ২১৯ (তিনতলা)সিরিয়ালের জন্য: ০১৯৭৬-০২২১১১, ০১৯৭৬-০২২৩৩৩ ।
Discussion about this post