হার্টবিটডেস্ক
করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের আরও ২ কোটি ১২ লাখ ডোজ টিকা দিয়েছে ফ্রান্স।
নতুন এই ডোজসহ এ পর্যন্ত বাংলাদেশকে ৫ কোটি ৩৮ লাখ ডোজ টিকা দিয়েছে ফান্স।
এমিরেটসের একটি ফ্লাইট সোমবার (২৪ জানুয়ারি) গভীর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ১২ লাখ ৬ হাজার ১০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চালানটি নিয়ে এসেছে।
ফ্রান্সের দেওয়া অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম চালান ২০২১ সালের ২৯ নভেম্বর এবং দ্বিতীয় চালান ১৯ ডিসেম্বর দেশে পৌঁছেছিল। তিনটি চালানই কোভ্যাক্স সুবিধার আওতায় ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠানো হয়।
Discussion about this post