হার্টবিট ডেস্ক
বরিশালে করোনা সংক্রমণের হার আগের তুলনায় আরও বেড়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) রাতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবের রিপোর্টে ৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যা শতকরা ১৭.৭২ শতাংশ।
এর আগে রোববার ১২.২২ এবং শনিবার ৫.০৪ শতাংশের করোনা শনাক্ত হয়।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে দুজনের করোনা শনাক্ত হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় চারজন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। একইসময়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন তিনজন রোগী।
শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত সাত হাজার ৪৬৪ রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে, যার ভেতর ৪২৮ জন করোনা সংক্রমিত ছিলেন।
Discussion about this post