হার্টবিট ডেস্ক
দেওয়ান হাটের পোস্তার পাড় হাই স্কুলে গতকাল শুক্রবার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে স্মাইল বাংলাদেশ, হোম হাসপাতাল, রোটারী ক্লাব অফ চিটাগং প্রাইম, এলবিয়ন গ্রুপ ও রোটার্যাক্ট ক্লাব অফ মেডিকেল কমিউনিটির সহযোগিতায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রায় কয়েকশ রোগীদের চিকিৎসা পরামর্শের পাশাপাশি ওষুধ সরবরাহ করা হয়। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২১ সাল থেকে চট্টগ্রাম নগরীসহ আশেপাশে প্রতিমাসে ১ টি করে ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে এলাকার অসচ্ছল ও ছিন্নমূল মানুষের চিকিৎসা সেবা করে আসছে।
স্বাস্থ্য ক্যাম্পে ডা. বিদ্যুৎ বড়ুয়া ছাড়াও কাউন্সিলর মো. জাবেদ, ডা. সামিউল, ডা. সৈকত, শারমিন আখতার, ফারুক ফয়সাল, আবু আরিফ, হেলাল উদ্দিন অজয় কর, মো. হান্নান চৌধুরী, মো. জামাল উদ্দিন, হারুন অর রাশিদ, তমাল বড়ুয়া, জাহিদ রণি, নজরুল ইসলাম জয়, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post