হার্টবিটডেস্ক
করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার কোনও বিকল্প নেই। তার মধ্যে প্রধান হচ্ছে মাস্ক পরা। কিন্তু দেশে সবসময়ই মাস্ক পরায় অনীহা দেখা গেছে। মাঝের সময়টাতে করোনার সংক্রমণ কমে আসায় রাস্তাঘাটসহ সব জায়গাতেই মাস্কবিহীন মুখই দেখা গেছে বেশি।
কিন্তু সারা বিশ্বজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্টে ফের ভাবিয়ে তুলেছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আর ওমিক্রন ঠেকাতে সরকার ফের কঠোর বিধিনিষেধের দিকে যাচ্ছে। যার মধ্যে অন্যতম হচ্ছে মাস্ক ছাড়া কাউকে দেখা গেলে তার জরিমানা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আর এসব বিধিনিষেধ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানিয়েছেন তিনি।
জাহিদ মালেক বলেন, মাস্ক না পরলে প্রয়োজনে জরিমানা করা হবে৷ গণপরিবহনে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিজ্ঞপ্তি আকারে জারি করা হবে।
তিনি বলেন, দোকানপাট, বাস-ট্রেন-মসজিদে গেলেও মাস্ক পরতে হবে অর্থাৎ সবজায়গায় মাস্ক পরতেই হবে। না পরলে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।
আর টিকা নেওয়া থাকলেও তাকে মাস্ক পরেই দৈনন্দিন কাজ করতে হবে- বলেন স্বাস্থ্যমন্ত্রী।
Discussion about this post