হার্টবিট ডেস্ক
পাঁচ বছর মেয়াদি ফেলোশিপ প্রোগ্রামের আওতায় ডার্মাটোলজি ও ভেনারোলজির বিষয়ের পাঠ্যক্রম চূড়ান্ত করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)।
সোমবার (২৭ ডিসেম্বর) বিসিপিএসের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাঁচ বছর মেয়াদি ফেলোশিপ প্রোগ্রামের জন্য ডার্মাটোলজি এবং ভেনারোলজি বিষয়ের পাঠ্যক্রম চূড়ান্ত হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে এ পাঠ্যক্রম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
এ ছাড়াও পাঁচ বছর মেয়াদি পিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন এবং অ্যানেসথেশিওলজির পাঠ্যসূচি প্রস্তুত করা হয়েছে জানিয়ে এটি সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করার কথা বলা হয়েছে নোটিসে।
নোটিসের অনুলিপি বিসিপিএস অধিভুক্ত মেডিকেল কলেজ/ইনস্টিটিউটের সংশ্লিষ্ট বিভাগের প্রধান, বিসিপিএস পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post