হার্টবিট ডেস্ক
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অধিভুক্ত ইনস্টিটিউটগুলোতে অধ্যয়নরত ২০২০ ও ২০২১ এ কোর্স পরীক্ষায় অংশ নিতে না পারা রেডিডেন্ট ও নন-রেসিডেন্ট শিক্ষার্থীদের ২০২২ সেশনে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক নোটিসে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘মহামারী করোনাভাইরাসের কারণে জুলাই ২০২০ সেশনের পরীক্ষার নির্ধারিত সময়ে অনুষ্ঠিত না হওয়ায় যে সকল এমডি, এমএস ফেইস-এ, ফেইজ-বি, নন-রেসিডেন্সি এমডি, এমএস, এমফিল, এমএমইডি ও ডিপ্লোম শিক্ষার্থী জুলাই ২০২০ অথবা ২০২১ জানুয়ারি ২০২১ এ কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নাই এবং যাদের জুলাই ২০২১ সেশনে পরীক্ষায় অংশগ্রহণের সর্বশেষ সুযোগ স্বাভাবিক নিয়মে অতিক্রান্ত হয়েছে, শুধুমাত্র সেই শিক্ষার্থীগণ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জানুয়ারি ২০২২ সেশনে কোর্স পরীক্ষায় অংশগ্রহণের সর্বশেষ সুযোগ পাবেন।’
এতদসম্পর্কিত ফরম পূরণের বিজ্ঞপ্তি পরীক্ষা নিয়ন্ত্রক অফিস হতে শীঘ্রই জারি করা হবে বলেও নোটিসে বলা হয়েছে।
নোটিসের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স, বেসিক সায়েন্স এন্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স ও ডেন্টাল অনুষদের ডিন এবং অধিভুক্ত বিভিন্ন ইনস্টিটিউশনের অধ্যক্ষ ও পরিচালক বরাবর পাঠানো হয়েছে।
Discussion about this post